শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০০৯

ফাগুনের মৃদুভাস

চারদিকে আজ বইছে জোয়ার
ফাগুনের উল্লাস
ভাসিতেছে বে-দম বেগে
বাতাসের উচ্ছাস
ঝরে পড়ছে শুকনো পাতার
মর্মর মৃদুভাস।

তাইতো আজ ফাগুন এসে
রৌদ্র হেসে
লুটোপুটিতে হয়েছে উন্মাদ।
চারদিকে আজ বইছে সুবাস
বসন্ত রাজির বেশে
ফুল ফুটেছে থোকায় থোকায়
কানন ক্যানভাসে।

ওরে আজ ফাগুন এসেছে
মন মেতেছে উদাস—
দক্ষিণ বায়
তোরা সব আয়রে ছুটে আয়—
ঐ চম্পা, বেলী, জুইঁ, চামেলি
বসন্ত পল্লিবালয়।

৩টি মন্তব্য:

বৃষ্টি বিলাসিনি বলেছেন...

tumi tomar kobitar boi kobe ber korbe bolo...

24Tricks Bangla বলেছেন...

আপু আপনার কাছে কিছু পরামর্শ নেওয়ার ছিল।

24Tricks Bangla বলেছেন...

দয়া করে আপনার ইমেইল টা দিবেন