সোমবার, ৯ মার্চ, ২০০৯

ভাল লাগে

ভাল লাগে নীল আকাশ
ভাল লাগে মেঘের আড়ালে
সূর্যের হাসি।

ভাল লাগে রাতের আকাশে
হরেক তারার মাঝে কোন
এক মনের তারা খুঁজতে।

ভাল লাগে গোধূলী লগ্নে
প্রিয়জনের হাতে হাত ধরে
হেটে চলার দৃশ্য।

ভাল লাগে গহিন রাতে
একাকি নির্জনে বসে
প্রিয়র সাথে কথা বলা।

ভাল লাগে রেস্তোরায় বসে
বন্ধুর সাথে আড্ডা দেয়া
বন্ধুর কন্ঠে প্রিয়া শব্দ শোনা।

বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০০৯

ঋতুরাজ বসন্ত


"চারদিকে আজ বইছে বাতাস হেমাঙ্গ অভিলাসে,
অথৈ বানে ডাক দিয়ে যায় বসন্ত অভিলাসে।"


আজ বসন্ত ছুঁয়েছে বাংলার সমস্ত ললনাদের।


সেই সাথে বসন্তের কোকিল ডাকে কানন বাগে। ফুলে ফুলে আজ ভরিছে ডালি।

হাতে তাহার কদম্ব ফুল

রেশমি চুরি বাঁজে হাতে ঝনঝন সে সুর





অঙ্গে তাহার বাসন্তি রং, কর্ণে হেলানো দুল।


চোখ তার রাঙা হরিণ বৃন্দাবনোদাস

বসন্ত তাহার রঙিন অভিলাষ।

শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০০৯

ফাগুনের মৃদুভাস

চারদিকে আজ বইছে জোয়ার
ফাগুনের উল্লাস
ভাসিতেছে বে-দম বেগে
বাতাসের উচ্ছাস
ঝরে পড়ছে শুকনো পাতার
মর্মর মৃদুভাস।

তাইতো আজ ফাগুন এসে
রৌদ্র হেসে
লুটোপুটিতে হয়েছে উন্মাদ।
চারদিকে আজ বইছে সুবাস
বসন্ত রাজির বেশে
ফুল ফুটেছে থোকায় থোকায়
কানন ক্যানভাসে।

ওরে আজ ফাগুন এসেছে
মন মেতেছে উদাস—
দক্ষিণ বায়
তোরা সব আয়রে ছুটে আয়—
ঐ চম্পা, বেলী, জুইঁ, চামেলি
বসন্ত পল্লিবালয়।

মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০০৯

শ্যাম

শ্যাম নাম কে গো
শুধীল
আমারই প্রানের মাঝে!
শ্যাম বিনা বাচিব
কেমনে
মৃন্ময় এ ভুবনে।

মিনতি আমার
হে শ্যাম নাম
ধড়া দাও হে প্রিয়
এই মোর আহবান।।

বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০০৯

বৃষ্টি ভেজা

বৃষ্টি আমার ভেজা পাখী
আধার রাতের সাথী
চাঁদের মাঝে করছে খেলা
অশ্রু ভেজা
এ দু'টি আখি।

বৃষ্টি আমার ভেজা দুপুর
এক টুকরো রোদ
আকাশ জুড়ে ঘুরছে
আজি মেঘের কলোরব।

বৃষ্টি আমার সাঁঝের মায়া
খেয়া পারের ছায়া
অথৈ বানের
ডাক দিয়ে যায়
ফুল বাগানের কেয়া।

সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০০৯

স্বপ্ন পাড়া

স্বপ্নগুলো হয় যদি
রঙিন আভায় ঘেরা
ইচ্ছেগুলো হয় গো যেন
পুষ্পে পুষ্পে জ্বরা।

স্বপ্নগুলো আকাশ ছোঁয়া
ভাসবে রাতে
ধ্রুব তাঁরা
পূর্ণ হবে মনের সারা
স্বপ্নগুলো শয্যাহারা
জাগবে চোখে ঘুমের পাড়া।

নিঃসর্গ চেতনা

নিঃসর্গ যন্ত্রনা কাতর মানুষ

হ্যা, তোমাকেই বলছি

তুমি কি শুধুই নিঃসর্গ?

নাকি ভোরের সোনালী  সূর্য!

 

নিঃসর্গ যন্ত্রনা কাতর প্রকৃতি

হ্যা, তোমাকেই দেখছি

তুমি কি কেবলি বেদনা-বিধুর?

নাকি ভালবাসার অবলিলা!

 

নিঃসর্গ যন্ত্রনা কাতর পৃথিবী

হ্যা, তোমাকেই আবর্তন করছি

তুমি শুধুই দিন-রাত্রির আবর্তন?

নাকি অজস্র মানুষের ভাসমান ভেলা!