রবিবার, ২৫ জানুয়ারী, ২০০৯

আধশশী

নীল আকাশের মাঝে
উড়ে চলে কত পাখী
তাঁরই এক ফাঁকে
ভাসি উঠেছে
সূর্যদ্বয়ের রাখী।

নীল আকাশের মাঝে
ভাসি চলেছে
ঈষৎ মেঘের ছায়া
কখনও বা গরজি উঠেছে
সরষ পানির ধারা

নীল আকাশের মাঝে
ঘুড়ছে ঘুড়ি’র মায়া
পড়ছে ধরা; বাঁধন হারা যারা,
ছুটছে সবে তুমুল বেগে
সন্ধ্যা বাতির খোঁজে
আধশশী তাই ডুব দিয়ে যায়
সাদা-কালোর রাতে।।