বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০০৯

বৃষ্টি ভেজা

বৃষ্টি আমার ভেজা পাখী
আধার রাতের সাথী
চাঁদের মাঝে করছে খেলা
অশ্রু ভেজা
এ দু'টি আখি।

বৃষ্টি আমার ভেজা দুপুর
এক টুকরো রোদ
আকাশ জুড়ে ঘুরছে
আজি মেঘের কলোরব।

বৃষ্টি আমার সাঁঝের মায়া
খেয়া পারের ছায়া
অথৈ বানের
ডাক দিয়ে যায়
ফুল বাগানের কেয়া।

1 টি মন্তব্য:

বৃষ্টি বিলাসিনি বলেছেন...

amar brishti onek onek pochondo...tomake onek dhonnobad eto shundor kobita likhar jonno.