"চারদিকে আজ বইছে বাতাস হেমাঙ্গ অভিলাসে,
অথৈ বানে ডাক দিয়ে যায় বসন্ত অভিলাসে।"
আজ বসন্ত ছুঁয়েছে বাংলার সমস্ত ললনাদের।

সেই সাথে বসন্তের কোকিল ডাকে কানন বাগে। ফুলে ফুলে আজ ভরিছে ডালি।
রেশমি চুরি বাঁজে হাতে ঝনঝন সে সুর

অঙ্গে তাহার বাসন্তি রং, কর্ণে হেলানো দুল।
চোখ তার রাঙা হরিণ বৃন্দাবনোদাস
বসন্ত তাহার রঙিন অভিলাষ।